ট্রাম্পের শুল্কের প্রভাবে প্রবৃদ্ধির পূর্বাভাস অর্ধেকে নামিয়ে আনছে ইতালি
Progga News Desk:
মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যে ইতালি সরকার ২০২৫ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি সরকারি সূত্র সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানিয়েছে।
বুধবার থেকে ইইউ-এর পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে, যা বাজারকে বিপর্যস্ত করেছে ও বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি করেছে।
এমন পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রী ও অতি-ডানপন্থি ব্রাদার্স অব ইতালি পার্টির নেতা মেলোনি উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ঘোষণা করেছেন যে তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে ১৭ এপ্রিল ওয়াশিংটন সফর করবেন।ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ইতালি বিশ্বের চতুর্থ বৃহত্তম রপ্তানিকারক। নতুন শুল্কের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটি।ইতালির রপ্তানির প্রায় ১০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। তাছাড়া গত বছর ওয়াশিংটনের সঙ্গে রোমের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩৮ দশমিক ৯ বিলিয়ন ইউরো।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ দেশে দেশে শেয়ারবাজারে ফের পতন দেখা গেছে।
বুধবার (৯ এপ্রিল) জাপানের নিক্কেই সূচক ৪ শতাংশ ও হ্যাং সেং ১ দশমিক ৫ শতাংশ কমেছে। এর একদিন আগে সোমবার হ্যাং সেং ১৩ শতাংশ পতনের মধ্য দিয়ে গেছে, যা ১৯৯৭ সালের এশিয়ান আর্থিক সংকটের পর সবচেয়ে বড় দৈনিক পতন।
মার্কিন শেয়ারবাজারেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৭৫০ পয়েন্ট বা ৫ দশমিক ৫ শতাংশ কমে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ২ দশমিক ২ শতাংশ। তাছাড়া নাসডাক কম্পোজিটের শেয়ার ২ দশমিক ৫ শতাংশ পড়ে গেছে।
তাছাড়া এদিন ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৮ ডলার বা ৩ দশমিক ৭৯ শতাংশ কমে ৬০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৪৬ ডলার বা ৪ দশমিক ১৩ শতাংশ কমে ৫৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: এএফপি